গাজীপুরে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় দুটি মামলা


প্রকাশিত: ০৬:১৩ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫

গাজীপুরে রোববার রাতে র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করার সময় অস্ত্র ও বিষ্ফোরক উদ্ধারের ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে র‌্যাব-১ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো. সেলিম খান বাদী হয়ে জয়দেবপুর থানায় এ দুটি মামলা দায়ের করেন।

বাদী মামলার এজাহারে বলেন, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জয়দেবপুর থানার যোগীতলা এলাকার দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন পরিত্যক্ত টিনসেড বিল্ডিংয়ে কতিপয় জঙ্গি সদস্য গোলাবারুদসহ অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছে। এরপর রোববার রাত সাড়ে ১১টার দিকে যোগীতলা এলাকার ওই পরিত্যক্ত টিনসেড বিল্ডিং এলাকটি র‌্যাব সদস্যরা ঘিরে ফেলে।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বিল্ডিংয়ের ভিতর থেকে জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পরে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জঙ্গিদের অবস্থানে ওই পরিত্যক্ত বিল্ডিংয়ে বিষ্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। পরে র‌্যাবের সদর দফতর থেকে বোম্ব নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে এসে ওই বিল্ডিংয়ে প্রবেশ করে  নিরাপত্তা নিশ্চিত করে।

পরে র‌্যাব সদস্যরা ওই পরিত্যক্ত বিল্ডিংয়ে প্রবেশ করে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪টি অবিষ্ফোরিত বোমা, ২৯টি ডেটোনেটর, বোমা তৈরির ২ কেজি বিষ্ফোরক, ৪টি জেহাদি বই, কিছু মার্বেল, লোহার নাট বল্টু উদ্ধার করে। পরে পরিত্যক্ত ভবনটির ভিতর থেকে বোমায় ঝলসে যাওয়া ক্ষত বিক্ষত অজ্ঞাত পরিচয়ের দুটি মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর দিন সোমবার রাতে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ, সরকারি কাজে বাধা প্রদান ও বোমা বিষ্ফোরণে নিহত হওয়ার ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে জয়দেবপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
                    
আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।