রাতারাতি অবৈধ যান সরানো অসম্ভব : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫

‘ঢাকায় ফুটপাত দখল করে চলাচল করে ছোট-বড় অবৈধ যানবাহন। সময় এসেছে এসব সরানোর। তবে রাতারাতি সম্ভব নয়। পর্যায়ক্রমে অবৈধ যানবাহন গুলো সরিয়ে নেয়া হবে।’ রোববার সন্ধ্যায় সাড়ে ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোহাগ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইনোভেটিভ মটরস বাজারে নিয়ে এসেছে স্ক্যানিয়া ব্র্যান্ড এর সম্পূর্ণ নতুন মডেলের এসি, নন এসি বাস ও ট্রাক। নতুন মডেলের এসব গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ঢাকায় প্রায় ২ মিলিয়ন যানবাহন চলাচল করে। তবে এর অধিকাংশেরই নেই অবৈধ কাগজপত্র। আমাদের সময় এসেছে এসব যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার।

সবার সহেযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন করা কারো একার পক্ষে সম্ভব নয়। সবার সহযোগিতায় তা সম্ভব। ঢাকার দুই সিটির মেয়রদ্বয় যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।

অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যিক ব্যবস্থার প্রধান অন্তরায় উল্লেখ করে মন্ত্রী বলেন, কানেকটিভিটি বাড়াতে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ফোর লাইনের মহাসড়ক নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে ১৯০ কিলোমিটার রাস্তার মধ্যে ৮০ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। বাকি রাস্তার কাজ আগামী মার্চ মাসের মধ্যে শেষ হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হক, বাংলাদেশ নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রাইসেল, সোহাগ গ্রুপ ও ইনোভেটিভ মটর্সের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল, স্ক্যানিয়া কমার্শিয়াল ভেহিক্যাল এর সেল্স ডিরেক্টর মিকাইল কিয়ান্দার, সোহাগ গ্রুপের পরিচালকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে উদ্বোধনী অনু্ষ্ঠানে নাবিল পরিবহন ও পেট্রিডেক এলপিজি লি. কে তাদের অর্ডারকৃত বাস-ট্রাকসমূহের চাবি হস্তান্তর করা হয়।

এসময় সোহাগ গ্রুপ ও ইনোভেটিভ মটর্সের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল বলেন, অতীতের মতোই সোহাগ গ্রুপ বাংলাদেশের পরিবহন জগতের আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যেতে চায়। সোহাগ গ্রুপ সুনামের সঙ্গে সকল ধরণের সার্ভিস অব্যাহত রাখতে চায়। সুনাম ক্ষুণ্ণ হোক এমন কিছু করা হবে না।

ইউরোপে সাড়া জাগানো স্ক্যানিয়া ব্র্যান্ডের ৩১০-৪১০ অশ্বশক্তি সম্বলিত বাস ও ট্রাকসমূহ অত্যন্ত জ্বালানি সাশ্রয়ী ও তুলনামুলক কম রক্ষণাবেক্ষণ খরচ সম্পন্ন ও দীর্ঘস্থায়ী বলেও দাবি করেন তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার।

জেইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।