ওআইসি পর্যটন মন্ত্রীদের দশম সম্মেলন বাংলাদেশে


প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫

ওআইসিভুক্ত দেশ সমূহের পর্যটন মন্ত্রীদের দশম সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গত সোমবার থেকে বুধবার নাইজারের নিয়ামিতে অনুষ্ঠিত ওআইসি দেশসমূহের পর্যটন মন্ত্রীদের নবম সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

মেনন বলেন, মুসলিম দেশসমূহের নাগরিকদের অভিন্ন ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও জীবনাচরণ পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, পর্যটন শিল্পে বাংলাদেশের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছে। এবং এর সফল রূপায়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। ইসলামিক কৃষ্টি ও কালচার ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পর্যটনের বিকাশে সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে।
 
এসময় তিনি বাংলাদেশে ইসলামি স্থাপত্যকলার অসংখ্য দৃষ্টিনন্দন নিদর্শন পরিদর্শনে সবাইকে আমন্ত্রণ জানান।

আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।