ভল্টের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৭ নভেম্বর ২০১৪

তফসিলি ব্যাংকগুলোর ভল্টের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক চৌধুরী মো. ফিরোজ বিন আলম।

ব্যাংকগুলোর ভল্টের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা শীর্ষক আদেশে বলা হয়েছে, ব্যাংক স্থাপনার অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক শাখার প্রবেশ পথ, শাখার অভ্যন্তরে এবং শাখার বাহিরে চারদিকে নূন্যতম প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি, আইপি ক্যামেরা এবং স্পাই ক্যামেরা স্থাপন করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।