শীর্ষ নেতাদের অনুপস্থিতিতেই বিজয় দিবসের আলোচনা


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৫

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। শুক্রবার বিকেলে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্ব করার কথা ছিল। কিন্তু আলোচনা সভার সঞ্চালক যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মির্জা ফখরুলের অসুস্থতার কথা জানান।

পরে সভাপতিত্ব করেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। মাত্র দু’জন ভাইস চেয়ারম্যানের উপস্থিতি ছিল এই আলোচনা সভায়। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি কিংবা চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের কাউকে অনুষ্ঠানে দেখা যায়নি।

এমনকি আলোচনা সভায় বিএনপিপন্থী কোন বুদ্ধিজীবীকেও দেখা যায়নি। শরিকদলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশ কল্যাণপার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে নোমান বলেন, যতক্ষণ পর্যন্ত জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের গণতান্ত্রিক আন্দোলন কোনো রাজনৈতিক দল বন্ধ করতে পারবে না।

পৌর নির্বাচন সুষ্ঠ হবে না এমন আশঙ্কা করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ হলে বিএনপি ৮০ ভাগ পৌরসভায় জয়লাভ করবে। নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের নির্যাতনের জবাব জনগণ ২০০১ সালে ব্যালটের মাধ্যমে দিয়েছে। তিনি বলেন, আলোচনার মাধ্যমে যদি পরিবেশ সৃষ্টি না করা যায় তাহলে জনগণের আন্দোলনে এ সরকার পালানোর পথ পাবে না।

এমএম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।