না.গঞ্জে কোর্ট হাজত থেকে পালালো আসামি


প্রকাশিত: ০৪:২২ এএম, ১৮ ডিসেম্বর ২০১৫

নারায়ণগঞ্জে কোর্ট হাজত থেকে মাদক মামলার আসামি মামুন পালিয়ে গেছেন। তিনি শহরের ২নং বাবুরাইল এলাকার সাহাবুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বিকেলে হাজত থেকে আসামি পালিয়ে গেলেও বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন কোর্ট ইন্সপেক্টর। পরে রাতে তা সর্বত্র ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান আসামী পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করলেও কোর্ট পুলিশের দায়ীত্ব প্রাপ্ত এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়ে বলেন, সম্প্রতি সদর মডেল থানা পুলিশ মাদকসহ মামুনকে গ্রেফতার করে। এরপর ওই থানা থেকে মাদক মামলায় তাকে আদালতে পাঠায়। একই দিন আদালত থেকে মামুনকে জেল হাজতে পাঠানো হয়। বৃহস্পতিবার ওই মাদক মামলার ধার্য দিন থাকায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তাকে কোর্টে আনা হয়েছিল। বিকেলে কোর্ট হাজত থেকে কৌশলে মামুন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, আসামি পালিয়ে যাওয়ার বিষয়ে কোর্ট ইন্সপেক্টর থানায় কােনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মো. শাহাদাত হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।