আবারো টেস্টে ফিরতে চান গেইল


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১৬ ডিসেম্বর ২০১৫

আবারো সাদা পোশাকের ক্রিকেটে ফিরতে চান ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে ইনজুরি কাটিয়ে ২০১৬ সালে আবারও টেস্টে ফেরার আশা ব্যক্ত করেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান।

১০৩ টি টেস্ট খেলা ক্রিস গেইল পিঠের ইনজুরির কারণে, দীর্ঘদিন অনিয়মিত ক্যারিবিয় টেস্ট একাদশে। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের ১৬টি টেস্টের ম্যাচের মাত্র চারটির সেরা একাদশে ছিলেন গেইল। ইনজুরির কারণে দর্শক হয়েছিলেন শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বিপক্ষে টেস্ট সিরিজে। সদ্য পিঠের ইনজুরির কাটিয়ে ছোট ফরম্যাটের ক্রিকেটে ফিরলেও, নিজেকে এখন টেস্টের জন্য পুরোপুরি ফিট মনে করছেন না এই ব্যাটসম্যান।

তবে, আশা করেন ২০১৬ সালের মধ্য ফিরতে পারবেন সাদা পোশাকের মর্যাদার লড়াইয়ে। সেই সাথে, তিনি আরো বলেন, অভিজ্ঞতার অভাবেই ক্যারিবিয় দলটি প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে পারফর্মেন্স করেছে। এবং টেস্টে ভালো ফলাফলের জন্য আরো সময় প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে কিংসটাউনে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিল গেইল।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।