রাবিতে ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ০২:০৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রবীন্দ্র কলা ভবনের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, বন্ধুরা মিলে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে অবস্থান করছিলাম। এ সময় হঠাৎ একটি বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।

কয়েকজন পথচারী জাগো নিউজকে জানান, রবীন্দ্র কলা ভবনের পশ্চিম পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সেখানে ধোঁয়ার আস্তরণ দেখা যায়। তবে এ সময় আশেপাশে কাউকে দেখা যায়নি।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অশোক চৌহান জাগো নিউজকে বলেন, বিস্ফোরণের কথা শোনার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ঘটনায় জড়িত কাউকে সনাক্ত করা যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

রাশেদ রিন্টু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।