বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড


প্রকাশিত: ১১:০৬ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

ডানেডিনে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে মুদ্রার দুই পিটই দেখলও দর্শকরা। দিনের শুরুর দিকে ঝড়ো ব্যাটিং করলেও শেষ দিকে হঠাৎই কিউই ব্যাটিং লাইনে ধ্স নামে। তবে এর আগে গাপটিল-উইলিয়ামসনের ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৪০৯ রান।
 
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকে কিউই দুই ওপেনার। তবে দলীয় ৫৬ রানে ওপেনার টম লাথাম বিদায় নেন। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন সুরাঙ্গা লাকমাল। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দ্রুত গতিতে ১৭৩ রান তুলে দেয়ালের মতো আবির্ভুত হন গাপটিল-উইলিয়ামস জুটি। ব্যক্তিগত ৮৮ রানে উইলিয়ামসনকে সাজঘরের পথ ধরান নুয়ান প্রদীপ।   

এরপর ১৬ রান যোগ হতেই প্রদীপের শিকারে পরিণত হন রস টেলর। পঞ্চম উইকেটে গাপটিলের সঙ্গে যোগ দিয়ে টেস্ট ম্যাচে টি২০ গতিতে ব্যাটিং শুরু করেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। কিউই অধিনায়ক ৫৭ বল থেকে করেছেন ৭৫ রান।

ম্যাককালাম ঝড় থামলে শুরু হয় লঙ্কান বোলাররা আধিপত্য। দ্রুত সাটনার, ওয়াটলিং, গাপটিল ও সাউদিকে সাজঘরে ফিরিয়ে খেলায় ফেরার ইঙ্গিত দেয় লঙ্কান বাহিনী। কিউইদের পক্ষে সর্বোচ্চ ১৫৬ রান আসে গাপটিলের ব্যাট থেকে। লঙ্কান বোলারদের মধ্যে প্রথম দিনে লাকমাল, প্রদীপ ও চামিরা দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ম্যাথুস ও সিরিওয়ার্দানা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।