বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না : হানিফ
পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া চৌড়হাসের `মুক্তি মিত্র স্মৃতিসৌধ` ফলকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তাদের জন্মই হয়েছে স্বৈরাচারির মধ্যে। যাদের জন্ম সামরিক ঘরে, তারা যদি গণতন্ত্রের সংজ্ঞা নতুন করে শেখাতে চায় তাহলে এটা জাতির কাছে হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই না। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসই হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগকে গণতন্ত্র শেখানোর জন্য কারো প্রয়োজন নেই।
এই নির্বাচন সমস্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় সে দিকটি বিবেচনা করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হচ্ছে। আমরা দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রশাসনকে সহযোগিতা করতে।
এসময় কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানসহ প্রমুখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এমজেড/আরআইপি