জাতীয় দল নিয়েই ভাবনা নেই জুনায়েদের!


প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে বিপিএলের শেষ চারে খেলার আশা টিকিয়ে রাখল সিলেট সুপার স্টারস। এদিন দলের জয়ে দারুণ অবদান রেখেছেন উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকি। জাতীয় লিগেও দুর্দান্ত খেলেছিলেন তিনি। তাই বিপিএলকে জাতীয় দলের ফেরার রাস্তা মানছেন কি না এমন প্রশ্নে জুনায়েদ জানান, জাতীয় দল নিয়ে ভাবেন না তিনি, বরং ক্রিকেটই উপভোগ করতে চান।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাতীয় দলে ফেরা প্রসঙ্গে জুনায়েদ বলেন, ‘আমার এখন জাতীয় দলে ঢোকার ব্যপারে চিন্তা নাই। সবেচেয়ে বড় ব্যপার হচ্ছে, সব বড় বড় খেলোয়াড়রাই বলে, ক্রিকেট উপভোগ করাটা। যখন পারফর্ম করি তখন উপভোগ করি। আর যতদিন পর্যন্ত উপভোগ করবো ততদিন পর্যন্ত ব্যাট কথা বলবে। উপভোগ না করতে পারলে এই পরিবেশ আর থাকবে না।’

জাতীয় দলে খেলতে না পারাকে খুব কষ্টের বলে উল্লেখ করেন এক সময়ের বাংলাদেশ দলের নিয়মিত এই ওপেনারকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সতীর্থরা খেলছে, পারফর্ম করছে। আমিও এক সময় ছিলাম, আমিও দলে কিছু অবদান রেখেছি। কষ্ট লাগে, আবার ভালোও লাগে তারা অনেক ভালো পারফর্ম করছে। আমার ব্যাচের ইমরুল কায়েস টেস্টে ভালো খেলছে। শাহরিয়ার নাফীসও (ঘরোয়া ক্রিকেটে) ভালো খেলছে। আমার কাছে মনে হয়, যদি চেষ্টা করি তবে হয়তো একটা সময় হবে। এখন পর্যন্ত ক্রিকেটটা উপভোগ করছি। আর চেষ্টা করে যাব কঠিন অনুশীলন করতে। যদি কখনো সুযোগ আসে।’

টি-টোয়েন্টি ক্রিকেট অন্য সব সংস্করণের চেয়ে বেশি উপভোগ করেন বলে জানান তিনি। তার মতে এই সংস্করণে খেললে অফফর্মে থাকলেও তিনি রানে ফিরে আসেন। এই সংস্করণে ভালো খেলেন বলেই তার এমন আত্মবিশ্বাস জন্মেছে।

তবে নিজে রানে ফিরতে পেরে খুশি এই ওপেনার। এ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরও বলেন, ‘যে কোনো পর্যায়ে একটা ভালো ইনিংস ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা দলের বাইরে আছি, তাদের জন্য প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। জাতীয় দল আগের মতো নেই। এখন সবাই পারফর্ম করছে। অনেক দিন বাইরে ছিলাম। ইনজুরি ছিলো। ফিটনেস সমস্যা ছিলো। চেষ্টা করছি চোট কাটিয়ে ক্রিকেটটা উপভোগ করতে। আগে যখন বেশি চাপ নিতাম, ভাবতাম রান করবো রান করবো, তখন পজিটিভ ফলাফল আসতো না।’

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।