মসজিদে নজরদারি করবে সাদা পোশাকের পুলিশ


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

রাজধানীর মসজিদগুলোতে সাদা পোশাকে নজরদারি করার জন্য পুলিশের বিশেষ শাখার সদস্যদের নির্দেশ দিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক। শনিবার সকালে পুলিশ হেডকোয়ার্টাসে ওলামা মশায়েখদের সঙ্গে এক সভায় এ নির্দেশ দেন তিনি।   

এসময় একএম শহীদুল হক প্রত্যেক শুক্রবার রাজধানীর সকল মসজিদে জুম্মার নামাজের পর বয়ানে যেন কোনো প্রকার জঙ্গি কর্মকাণ্ডকে উস্কানি দিয়ে কথা না বলার জন্য ওলামা মশায়েখদের অনুরোধ করেন।

তিনি জানান, রাজধানীতে যে কোনো ধরনের নাশকতা বন্ধে মসজিদগুলোতে নজরদারি করবে বিশেষ শাখার পুলিশ।

সবার উদ্দেশে তিনি বলেন, ইসলাম ও জঙ্গিবাদ এক বিষয় নয়। এ বিষয়ে মসজিদে আগতদের সচেতন করতে ওলামা মশায়েখদের আহ্বান জানান তিনি। এছাড়া দেশব্যাপী ওলামা মশায়েখদের ওয়াজ মাহফিলে পর্যপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এআর/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।