করিম আগা খানের দূতের পরিচয়পত্র পেশ


প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশে করিম আগা খানের ব্যক্তিগত দূত প্রিন্স আমিন আগা খান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এই পরিচয়পত্র পেশ করেন।

পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রিন্স আমিন আগা খান বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পর্যটন ও সংশ্লিষ্ট সেবা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের কৌশলগত বিনিয়োগ ও উদ্যোগ গ্রহণের বিষয়ে আগ্রহের কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স আমিনকে বাংলাদেশে স্বাগত জানান এবং একইসঙ্গে আগা খান নেটওয়ার্ক বাংলাদেশে যেসব উদ্যোগ গ্রহণ করবে সেগুলোর ব্যাপারে বাংলাদেশের সকল প্রকার সাহায্যের আশ্বাস প্রদান করেন।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।