৩ ডিসেম্বর কোটালীপাড়া মুক্ত দিবস


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

গোপালগঞ্জের কোটালীপাড়া মুক্ত দিবস ৩ ডিসেম্বর। এ দিনেই কোটালীপাড়ায় স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়েছিল। ১৯৭১ সালের এ দিনে কোটালীপাড়ায় প্রায় ৫শ` পাকহানাদারকে পরাস্ত করে মুক্তিযোদ্ধারা কোটালীপাড়াকে শক্রমুক্ত করেন।

এদিন সকাল ১০টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়াই প্রথম হানাদার মুক্ত হয়। মিত্র ও মুক্তিবাহিনীর আক্রমণে কোটালীপাড়া থানা, মসজিদ ও গোডাউনে অবস্থানরত পাকসেনাদের পতন ঘটে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয় হেমায়েত বাহিনী।

দিবসটি পালন উপলক্ষে কোটালীপাড়ায় হেমায়েত বাহিনী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কোটালীপাড়া মুক্ত দিবস উপলক্ষে হেমায়েত বাহিনীর স্মৃতি যাদুঘর চত্বরে সপ্তাহব্যাপী মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে।

সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদ (এমপি), অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশীদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।