আসছে বিপাশা হায়াতডটকম
অভিনয় থেকে খানিকটা দূরেই বসবাস এখন নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াতের। তিনি এখন পুরোদস্তুর চিত্রশিল্পী। দেশ পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি এখন বেশ পরিচিত, চিত্রকর হিসেবে।
নিজের ছবি নিয়ে তার অনেক পরিকল্পনা। সেই ভাবনা থেকেই বিপাশা প্রকাশ করতে যাচ্ছেন চিত্র নিয়ে আন্তর্জাতিক মানের নিজের একটি ওয়েবসাইট। এর নাম হবে বিপাশাহায়াতডটকম। এখানে বিশ্বের যে কেউ যে কোনো মুহূর্তে বিপাশার আঁকাআঁকি সম্পর্কে ধারণা পাবেন। দেখতে পাবেন তার চিত্রকর্মগুলো। পাশাপাশি থাকবে সংশ্লিষ্ট কার্যক্রমের নানা তথ্য।
বিপাশা জানালেন, সাইটটি চূড়ান্ত হতে আরো এক সপ্তাহ সময় লাগবে। সব ঠিক থাকলে চলতি মাসেই এটির উদ্বোধন করা হবে। এটির ঠিকানা হবে- www.bipashahayat.com।
এদিকে সম্প্রতি প্রাণ ডেইরি লিমিটেডের পণ্য প্রাণ পাউডার মিল্কের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন বিপাশা হায়াত। বিজ্ঞাপনেও চিত্রশিল্পী বিপাশাকেই দেখতে পাবেন দর্শকেরা। এখানে তার চিত্রাঙ্কন এবং মাতৃত্বের গুণকে ফুটিয়ে তোলা হবে। যার গল্প হবে, একজন মা তার সন্তানের প্রতি যথেষ্ট যত্নশীল। পাশাপাশি তিনি তার কাজেও সমান গুরুত্ব দিয়ে থাকেন। ছেলেমেয়েদের খাবারের আবদার পূরণেও তিনি সব সময় সেরাটাই দিতে সচেষ্ট।
প্রসঙ্গত, বিপাশা হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ছাত্রী। সেখান থেকে স্নাতক ও স্নাকোত্তর সম্পন্ন করেছেন তিনি। ২০১১ সালে তার আঁকা ছবি নিয়ে প্রথম একক প্রদশর্নী হয়। এর শিরোনাম ছিল ‘ভ্রমি বিস্ময়ে’। এরপর তিনি ‘রি-আল্মস অব মেমোরি’ শিরোনামে আরও দুটি প্রদর্শনী করেন। তার চতুর্থ ও সবশেষ একক প্রদর্শনী হয় চলতি বছরে। এটির নাম ‘স্মৃতির রাজ্যে’।
এলএ/পিআর