বরগুনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
বরগুনায় হত্যা মামলায় আবদুল মোতালেব ব্যাপারী (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার বেলা আড়ইটার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আবদুল মোতালেব ব্যাপারী সদর উপজেলার জাকিরতবক গ্রামের বাসিন্দা।
আদালাত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে আবদুল মোতালেব ব্যাপারী তার ভগ্নিপতি সোহরাব হোসেনকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান সোহরাব হোসেন। ঘটনার পর মোতালেব ব্যাপারীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
এ ঘটনায় নিহতের স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে মোতালেব ব্যাপারীকে একমাত্র আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে মোতালেব ব্যাপারীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ ঘটনায় আসামি মোতালেব ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরে রাষ্ট্রপক্ষ মামলার বিচার কাজ পরিচালনার জন্য ২১জন সাক্ষীকে আদালতে উপস্থিত করেন। অধিকাংশ সাক্ষীই ছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শী। আদালত যুক্তিতর্ক শেষে আসামি মোতালেবকে মৃত্যুদণ্ড প্রদান করে। রায় ঘোষণার সময় আসামি কাঠ গড়ায় নিশ্চুপ ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাড. ভূবন চন্দ্র হাওলাদার।
আসামীপক্ষের আইনজীবী আলহাজ্ব আ. আজিজ জাগো নিউজকে জানান, আসামি ন্যায় বিচার পাননি। তাই তিনি এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/আরআইপি