দাউদকান্দিতে ৯৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৭ নভেম্বর ২০১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকা থেকে ৯৮ হাজার  ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। আটককৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মেঘনা- গোমতী সেতুর টোলপ্লাজা পাখির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ট্রাক চালক মো. ইউসুফ (২৩) ও হেলপার মো. জাফর (২৫)। তাদের দুইজনের বাড়ি কক্সবাজার জেলায়।

র‌্যাব সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব টোলপ্লাজায় ঢাকাগামী কাঠ বোঝাই একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-১৪-২১০১) আটক করে। পরে ট্রাকের ভেতরে বক্সে বিশেষভাবে রাখা ৯৮ হাজার ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।  

র‌্যাব-১১ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. ফারুক আহমেদ বাদী হয়ে শুক্রবার বিকালে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা করেন।

মো. কামাল উদ্দিন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।