চুনারুঘাটে ইকনোমিক জোন স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ


প্রকাশিত: ১০:২৭ এএম, ২৭ নভেম্বর ২০১৫

হবিগঞ্জের চুনারুঘাটে ইকনোমিক জোন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে চা শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে চানপুর, বেগমখান, রামুগঙ্গা ও জোয়াল ভাঙ্গা চা বাগানে কাজ বন্ধ রেখে শ্রমিকরা এ বিক্ষোভ করে।

পরে বেগমখান চা বাগানের নাচঘরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকার, সাধারণ সম্পাদক রামভজন কৈরী, প্রধান উপদেষ্টা কাঞ্চন পাত্র, লস্করপুর ভ্যালির সভাপতি অভিরত বাকতি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে চা বাগানে ইকনোমিক জোন স্থাপনের কাজ বন্ধ করা না হলে দেশের সকল চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হবে।

এখলাছুর রহমান খোকন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।