পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
বৃহস্পতিবার ভোরে পূর্ণিমার প্রথম জোয়ারে সমুদ্রের পানিতে পুণ্যস্নানে অংশ নেয়ার মধ্যদিয়ে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে শেষ হয়েছে তিন দিনব্যাপি ঐতিহ্যবাহী রাস উৎসব। এছর রাস উৎসবে দেশ-বিদেশের প্রায় ২৫ হাজার ভক্ত অনুসারী অংশ গ্রহণ করে।
বুধবার রাতে আলোরকোলের অস্থায়ী মন্দির প্রাঙ্গনে রাস উৎসবের উদ্বোধন করেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। পরে মন্দিরে শুরু হয় পূজার আয়োজন। সনাতন ধর্মালম্বীরা পাপ মোচনের আশায় ভগবান শ্রী কৃষ্ণসহ দেব-দেবীদের পূজা-অর্চনায় অংশ নেয় হাজার হাজার পুণ্যার্থী।
রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি মেজর (অব.) জিয়া উদ্দিন জানান, এবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে তিন দিনের রাস উৎসব শান্তিপূর্ণভাবে বৃহস্পতিবার ভোরে শেষ হয়েছে। উৎসবে র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি এসএম মনিরুজ্জামান, র্যাব- ৬ এর সিও খোন্দকার রফিকুল ইসলাম, বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা, সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম, এসিএফ কামাল উদ্দিন অাহমেদসহ কোস্টগার্ড ও নৌবাহিনীর কর্মকর্তারা রাস মেলায় উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, হাজার-হাজার মানুষের পদচারণায় তিন দিনের এই রাস উৎসব মেলায় পরিণত হয়েছিল। এই উৎসব দেশি-বিদেশি পর্যটকদের কারণে এখন সর্বজনীন রূপ পেয়েছে। তিনদিনব্যাপী মেলায় কুটির শিল্পের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন ব্যবসায়ীরা।
রাস উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে আযোজন করা হয়েছিল নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। সব মিলিয়ে এবারের রাস উৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় মেজর (অব.) জিয়া উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনী, বন বিভাগ ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
শওকত আলী বাবু/বিএ