মার্কিন ড্রোন হামলায় টিটিপি কমান্ডার নিহত


প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৬ নভেম্বর ২০১৫

মার্কিন ড্রোন হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) কমান্ডার খান সাঈদ সাজনা নিহত হয়েছেন। আফগানিস্তানে সম্প্রতি এক মার্কিন ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের খোস্ত প্রদেশে চালানো ওই হামলায় অন্তত ১২ জঙ্গি নিহত ও ২০ জন আহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের একজন গোয়েন্দা কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন।

তালেবানের কয়েকটি গ্রুপের মধ্যে মতপার্থক্য নিরসনের জন্য যখন এসব গ্রুপের নেতারা বৈঠক করছিলেনসে সময় মার্কিন ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আফগানিস্তানে চালানো এ ড্রোন হামলা সম্পর্কে এখনো মার্কিন কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। খান সাঈদ সাজনার নিহত হওয়ার খবর এখন পর্যন্ত স্বীকার বা অস্বীকার করেনি টিটিপি’র মেহসুদ শাখা। সাজনা ওই শাখার শীর্ষ কমান্ডার ছিলেন।

সাজনা ২০১৪ সালে টিটিপি’র কেন্দ্রীয় নেতা মোল্লা ফাজুল্লাহ’র নেতৃত্ব প্রত্যাখ্যান করে বলেছিলেন, তার শাখা স্বতন্ত্রভাবে লড়াই চালিয়ে যাবে। মার্কিন ড্রোন হামলায় সাবেক টিটিপি নেতা হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর টিটিপিতে ভাঙন দেখা দিয়েছিল।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।