চাঁদপুরে স্কুলছাত্রী অপহরণের পর উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ করার অপরাধে দুই যুবককে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার রাতে চাঁদপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে অপহরণকারীদের চাঁদপুর লঞ্চঘাটে আটক করে।
মঙ্গলবার অপহরণকারী ও অপহৃতাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। আটক অপহরণকারীরা হলেন, সাদ্দাম হোসেন বেপারী (২২) ও রিয়াদ হোসেন (১৯)। অপহৃত ওই স্কুলছাত্রী হাজীগঞ্জ উপজেলার বানিয়াকান্দি গ্রামের ব্যবসায়ী দুলাল বেপারীর মেয়ে। সে রামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
অপহরণকারী একই এলাকার রামপুর বেপারী বাড়ির শাহজাহান বেপারীর ছেলে সাদ্দাম বেপারী এবং আবদুল খালেকের ছেলে রিয়াদ হোসেন। এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় ছাত্রীর বাবা দুলাল বেপারী বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আবদুল মান্নান জাগো নিউজকে জানান, সাদ্দাম হোসেন বেপারীকে প্রধান আসামি করে পাঁচজনকে আসামি করে অপহরণ মামলা করা হয়েছে।
চাঁদপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জাগো নিউজকে জানান, সোমবার রাতে সিএনজি অটোরিকশায় করে রাত ১২টার দিকে চাঁদপুর নৌ-টার্মিনালে নিয়ে আসা হয় ওই ছাত্রীকে। এসময় রিয়াদ শরীয়তপুর যাওয়ার জন্য ট্রলার ঠিক করছিলেন এবং সাদ্দাম ওই স্কুলছাত্রীকে নিয়ে দাঁড়িয়েছিলেন। সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করা হয়।
থানা হেফাজতে থাকা স্কুলছাত্রী জাগো নিউজকে জানায়, সোমবার সন্ধ্যায় সে প্রকৃতির ডাকে ঘরের বাইরে আসে। সেখান থেকে দুই যুবক এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে তাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পুলিশ হেফাজতে থাকা প্রধান আসামি সাদ্দাম হোসেন দাবি করে জাগো নিউজকে জানান, মেয়েটির সঙ্গে চার বছর ধরে তার প্রেমের সর্ম্পক চলছে। মেয়েটির ইচ্ছায় তারা বাড়ি থেকে পালিয়েছেন।
ইকরাম চৌধুরী/এমজেড/পিআর