হরতাল প্রতিহতের ঘোষণা গণজাগরণ মঞ্চের


প্রকাশিত: ১১:৫৯ এএম, ২২ নভেম্বর ২০১৫

হৈই.. হৈই.. রই.. রই.. রাজাকাররা গেলি কই! জয় হলোরে জয় হলো.. শাহবাগের জয় হলো... শাহবাগ ঘুমায় না.. শাহবাগ জেগে থাকে.. এমন স্লোগানের মধ্য শাহবাগে আনন্দ মিছিল করছে গণজাগরণ মঞ্চ। এ সময় মিছিল পরবর্তী সমাবেশ থেকে হরতাল প্রতিহেতর ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার বিকেল চারটায় আনন্দ মিছিল করে গণজাগরণ মঞ্চ।

পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল ৩টায় সারাদেশে আনন্দ মিছিলের কথা থাকলেও মিছিলটি শুরু হয় ৪টা ২০ মিনিটে।

এর আগে রোববার রাত ১২টা ৫৫ মিনিটে রায় কার্যকরের পর শাহবাগের প্রজন্ম চত্বরে তারা  আনন্দ উদযাপন করে গণজাগরণ মঞ্চ। এসময় আজ (রোববার) বিকেল ৩টায় সারাদেশে আনন্দ মিছিল করারও ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

মিছিলে নেতৃত্ব দেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। উপস্থিত ছিলেন, সঙ্গিতা ঈমাম, ভাস্কর রাসা প্রমুখ।

পরে মিছিলিটি শাহবাগ থেকে শুরু করে, টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শাহবাগে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় সোমবার জামায়াতের ডাকা হরতাল প্রতিহতের ঘোষণা দেন ইমরান এইচ সরকার। এসময় তিনি সোমবার সকাল দশটা থেকে শাহবাগে অবস্থন করার ঘোষণাও দেন।

সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, এ রায় ১৬ কোটি বাঙালির জন্য এক বিরাট মাইলফলক হয়ে থাকবে। এ রায় কার্যকরের মাধ্যমে যারা মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে এ দেশকে একটি বিভীষিকাময় পরিস্থিতির দিকে ঠেলে দিতে চেয়েছে সে চক্রের পতন হয়েছে।

ইমরান বলেন, ‘এ রায় কার্যকরের মাধ্যমে ৩০ লাখ শহীদের পরিবারের মধ্যে হাসি ফুটেছে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিজয়। ’

তিনি বলেন, ‘এ দুটি রায় কার্যকরের মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দার মতো কাজ করা একটি চক্রের পতন হয়েছে। যে অপশক্তি দেশকে পিছিয়ে নিতে চেয়েছিল তাদের পরাজয় হলো। বাংলাদেশকে পিছিয়ে নেয়ার নীল নকশাকারী এরা দু’জন। তাই এ ফাঁসি কার্যকরের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পাকিস্তানের দীর্ঘদিনের অপচেষ্টা ব্যর্থ হলো।’

এএম/এমএইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।