ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে : খাদ্যমন্ত্রী


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২২ নভেম্বর ২০১৫

যারা বিদেশি প্রভুদের নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ রমনা থানা আয়োজিত সাকা-মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় এক আনন্দ সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধীদের বিচারের রায় কার্যকর করার বিষয়ে কোনো আপস করেন না উল্লেখ করে তিনি বলেন, এবার রায় কার্যকরের পূর্বে কোনো পশ্চিমা দেশ কিংবা কোন বিদেশি লবিষ্ট গতবারের মত প্রধানমন্ত্রীরর কাছে আপিল করার সাহস পায়নি। অনেকে জামায়েতকে নিষিদ্ধের ব্যাপারে আমাদের জিঙ্গাসা করে। জামায়াত ইসলামী নিষিদ্ধের ব্যাপার এখন সময়ের ব্যাপার মাত্র।

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবেন বলেও জানান তিনি।

রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদকে বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।