তারেকের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার অনুমতি দেয়নি পুলিশ


প্রকাশিত: ০৯:০৯ এএম, ২০ নভেম্বর ২০১৫

তারেকের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার অনুমতি নিয়ে সব আয়োজন সম্পন্ন করার পর চূড়ান্ত পর্যায়ে এসে জাতীয়তাবাদী ছাত্রদলকে সভা করার অনুমতি দেয়নি পুলিশ।  

ছাত্রদল দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটওয়ারী জানান, আগেই অনুমতি নিয়ে আলোচনা সভার সব আয়োজন সম্পন্ন করেছিল ছাত্রদল। কিন্তু শুক্রবার বেলা ১১ টায় শাহবাগ থানা থেকে জানানো হয় ডিএমপি কমিশনার অনুষ্ঠান পালনের অনুমতি দেননি।

ক্ষোভ প্রকাশ করে সাত্তার পাটওয়ারী বলেন, অনুমতি দিয়ে পরে বাতিল করার নজির এই প্রথম। ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের ভেতরে অালোচন সভা হবে এই বিবেচনায় শাহবাগ থানা থেকে অনুমতি দেয়া হলেও ডিএমপি কমিশনার কেন শেষ সময়ে এসে বাতিল করেছেন তা বোধগম্য নয়।

প্রসঙ্গত, শুক্রবার বিকেল ৩টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে আলোচনা সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করেছিল ছাত্রদল।

এমএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।