রুশ বিমান হামলায় অাইএসের তিন কামান্ডার নিহত


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২০ নভেম্বর ২০১৫

রাশিয়ার বিমান হামলায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী অাইএসের তিন কমান্ডার নিহত হয়েছেন। সন্ত্রাসীরা তাদের এ ক্ষতির কথা স্বীকার করেছে । বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার জেনারেল স্টাফের মুখপাত্র কর্নেল জেনারেল আন্দ্রেই কারতাপোলভ ।

তিনি জানান, বৃহস্পতিবার আলেপ্পোর কাছে নিহত এ তিন ফিল্ড কমান্ডার হচ্ছেন- আবু নুরুলআব্বাসি, মুহাম্মাদ ইবনে খাইরাত এবং আল-ওকাব। এছাড়া, বিমান হামলায় আহমাদ জিয়া নামে এক কমান্ডার নিহত হয়েছে। এর পাশাপাশি আবু বকর নামে আরেক সন্ত্রাসী কমান্ডার নিহত হলে তাকে বুধবার দাফন করা হয়েছে।

রুশ এ জেনারেল জানান, বিমান হামলায় হতাহতদের বিষয়টি গোপন রাখতে নিহতদের সবাইকে দাফন করা হচ্ছে না বরং অনেককে স্যুয়ারেজ লাইনে ভাসিয়ে দিচ্ছে সন্ত্রাসীরা।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।