ভাসানী আজীবন মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১৬ নভেম্বর ২০১৫

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দেয়া এক বাণীতে এ কথা বলেন। মঙ্গলবার এই নেতার ৩৯তম মৃত্যুবার্ষিকী।

প্রধানমন্ত্রী ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে উচ্চকণ্ঠ মওলানা ভাসানী বাঙালি জাতিসত্ত্বা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার গভীর আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শোষণ ও বঞ্চনাহীন এবং প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য মওলানা আজীবন সংগ্রাম করে গেছেন। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।