বিরক্তি প্রকাশ করলেন ড. মিজানুর রহমান


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৬ নভেম্বর ২০১৫

বিদেশি নাগরিক হত্যাসহ দেশের বড় বড় অপরাধমূলক ঘটনার রহস্য উদঘাটনে সংশ্লিষ্টদের শান্তনামূলক কথাবার্তায় বিরক্তি প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।

সোমবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিরক্তি প্রকাশ করেন।

ড. মিজানুর রহমান বলেন, প্যারিসে হামলার ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী তিনজন চিহ্নিত হয়েছে। অথচ আমাদের দেশের হবে, হচ্ছে, দ্রুত হচ্ছে- এমন সব কথাবার্তায় সারাদেশের মানুষ তিক্ত-বিরক্ত। কাউকে ধরা হয়েছে, সনাক্ত করা হয়েছে, শাস্তি প্রদান করা হয়েছে- এ ধরণের কথাবার্তা শুনতে চাই মানুষ।

তিনি আরো বলেন, রাজন ও রাকিব হত্যাকাণ্ডের বিচারের যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে, নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলাটিরও তেমন দৃষ্টান্ত দেখতে চান দেশবাসী।

বিচারবর্হিভূত হত্যাকাণ্ডেরও তীব্র সমালোচনা করে তিনি বলেন, কোনো সভ্য রাষ্ট্রে যেখানে আইনের শাসনের মানদণ্ড রয়েছে, সেখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কখনই গ্রহণযোগ্য হতে পারেনা। এটি বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

হাসপাতাল পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, সিভিল সার্জন ডা. মজিবুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ প্রমুখ।

আতিকুর রহমান টিটু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।