জাবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৫ নভেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রোগ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। মাওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমানের স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এরপর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন।

হাফিজুর রহমান/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।