তামিমের পর ইমরুলের বিদায়
বাংলাদেশ শিবিরে দ্বিতীয় আঘাত হেনেছে জিম্বাবুয়ে। প্রায় চার বছর পর টি-টোয়ান্টি দলে ফেরা ইমরুল কায়েসকে ফিরিয়েছেন তেনদাই চিসোরো। তবে এই আউটে দারুণ ভূমিকা ছিল শেন উইলিয়ামসের। ঝাপিয়ে পরে দারুণ এক ক্যাচ ধরে ইমরুলকে সাজঘরমুখি করেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান। এনামুল হক বিজয় ৬ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমেছেন মুশফিকুর রহিম।
এর আগে ওপেনার তামিম ইকবালকে হারিয়ে প্রথম উইকেট পতন ঘটে বাংলাদেশের। মাদজিভার বল লং অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন এই দেশ সেরা ওপেনার। ব্যাটে বলে ঠিক ভাবে সংযোগ না হওয়ায় লং অনে চিগুম্বুরার হাতে ধরা পরে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। আউট হবার আগে ১৫ বলে ১টি চার এবং ২টি ছক্কার সাহায্যে করেছেন ২১ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাণ আপ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫ টায়।
দ্বিতীয় টি-টোয়ান্টি ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। ওয়ানডের পর টি-টোয়ান্টি দলেও জায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস। লিটন দাসের পরিবর্তে দলে ঢুকেছেন তিনি। এছাড়া জুবায়ের হোসেন লিখনের পরিবর্তে একাদশে ঢুকেছেন আরাফাত সানি। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে জিম্বাবুয়ে।
এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে চার উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের একাদশ :
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, তিনদাই চিসোরো, নেভিল মাদজিভা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, রেগিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা ও শেন উইলিয়ামস।
আরটি/এমআর