ভারতে ‘উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন’ উপলক্ষে রংপুরে সভা


প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৪ নভেম্বর ২০১৫

ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিতব্য উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এর উদ্যোগে ও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে সিসিআই এর প্রতিনিধি দলের সঙ্গে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদ, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সঙ্গে এ মত বিনিময় সভা করেন। আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ-ভারত-নেপাল ও ভুটানের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে আগামী ৩০ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের সাভিন কিংডম, শিলিগুড়ি প্রাঙ্গণে ‘উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

সভায় চেম্বার প্রেসিডেন্ট আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনফেডারেন্স অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিসিআই) এর উত্তরবঙ্গ জোনাল কাউন্সিল এর চেয়ারম্যান নরেশ আগারওয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মো. মোছাদ্দেক হোসেন বাবলু, এফবিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সাবেক পরিচালক এবং রংপুর চেম্বারের সাবেক প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, কনফেডারেন্স অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিসিআই) এর ডেপুটি ডাইরেক্টর  লক্ষ্মী লিম্বু, এক্সকিউটিভ মেম্বার কুমার প্রতীম বসু মিত্র ও সনজিৎ সাহা।

প্রধান অতিথির বক্তব্যে নরেশ আগারওয়াল বাংলাদেশ তথা উত্তরবঙ্গের ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দকে ভারতের পশ্চিমঙ্গে অনুষ্ঠিতব্য উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেয়ার অনুরোধ জানিয়ে দু`দেশের ব্যবসা-বাণিজ্যের গতি ত্বরান্বিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়া তিনি উভয় দেশের ব্যবসায়ীদেরকে যৌথ বিনিয়োগের মাধ্যমে শিল্প-কলকারখানা স্থাপনের আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক ডাম্বেল, সকল পরিচালকবৃন্দ, সাবেক কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জিতু কবীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।