নারীর ক্ষমতায়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে অত্যন্ত আন্তরিক।
বৃহস্পতিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলার দুঃস্থ নারী সমাবেশ এবং চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, মহিলা বিষয়ক অধিদফতর ভিজিডি, খাদ্য নিরাপত্তা কর্মসূচি, নারীর গর্ভকালীন ভাতা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সুরক্ষা বলয় এবং নারীর ক্ষমতায়নে নানামূখি কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সরকার। সরকারের যুগান্তকারী এসব পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদফতরের যুগ্ম-সচিব ড.আইনুল কবির, প্রকল্প উপ-পরিচালক জাকির হোসেন, জেলা মহিলা সংস্থার সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২২টি মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর