ঘর ভাঙল মি. বিনের


প্রকাশিত: ০৯:১৯ এএম, ১২ নভেম্বর ২০১৫

`মি. বিন` খ্যাত ব্রিটিশ কৌতুকাভিনেতা রোয়ান অ্যাটকিনসন ২৪ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন। মঙ্গলবার লন্ডনের একটি আদালতে মাত্র ৬৫ সেকেন্ডে দীর্ঘ দাম্পত্য জীবনের শেষ টানেন। এক অল্প বয়সী নারীর প্রতি দুর্বল হয়ে পড়াকে বিনের দীর্ঘদিনের সঙ্গী সুনেত্রা শাস্ত্রী মেনে নিতে পারেননি। এ কারণেই অনেকদিন ধরেই আলাদা বাসায় থেকেছেন এ দম্পতি।

বিবিসির সাবেক মেইকআপ শিল্পী সুনেত্রা শাস্ত্রীকে ১৯৯০ সালে বিয়ে করেন মি. বিন। ২০১৪ সাল থেকে আলাদাভাবে বসবাস করতে শুরু করেন তারা। অভিনেত্রী লুইস ফোর্ডের (৩২) সঙ্গে মি. বিন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে তারা আলাদা বাসায় উঠেন। লুইসের সঙ্গে ১৮ মাসেরও বেশি সময় ধরে চুটিয়ে প্রেম করেছেন ৬০ বছর বয়সী এ কৌতুকাভিনেতা।

অ্যাটকিনসন ও শাস্ত্রী দম্পতির বিচ্ছেদের কোনো যৌক্তিক কারণ এখনো জানা যায়নি। আদালতে মাত্র ৬৫ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে শুনানির মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়। তবে শুনানির সময়ে এ দম্পতি আদালতে উপস্থিত ছিলেন না।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।