সোনারগাঁয়ে সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০১:৪২ পিএম, ১১ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমানকে প্রকাশ্যে হাত-পায়ের রগ ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আফিয়া সিএনজি পাম্পের সামনে গোহাট্টা এলাকায় তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়।

পুলিশ আরমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

পুলিশ ও এলাকাবাসী জাগো নিউজকে জানান, সোনারগাঁয়ের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান হোসেন বুধবার সকালে মোটরসাইকেল যোগে রাজধানী ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার গোহাট্টা এলাকায় আফিয়া সিএনজি পাম্পের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা আরমান হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় আরমান হোসেন তার মোটরসাইকেল থামাতেই দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে হাত-পায়ের রগ ও গলাকেটে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।

পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সন্ত্রাসী আরমান হোসেন কুমিল্লার মেঘনা থানার বাঘাইকান্দা গ্রামের মঞ্জুর কাদেরের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের তার মামার বাড়িতে বসবাস করে আসছেন। তার বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ ১৫-১৬টি মামলা রয়েছে।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জাগো নিউজকে জানান, সন্ত্রাসী আরমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে।

মো. শাহাদাত হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।