আ.লীগ কর্মীর হামলায় ৬ বাস্তহারা লীগের কর্মী আহত


প্রকাশিত: ১২:৪০ পিএম, ১১ নভেম্বর ২০১৫

যশোরের শার্শায় আওয়ামী লীগের দুই কর্মী হামলা চালিয়ে উপজেলা বাস্তহারা লীগের ৬ কর্মীকে আহত করেছেন। এসময় ভাঙচুর করা হয় বাস্তহারা লীগের অফিসে থাকা আসবাবপত্র ও বঙ্গববন্ধুর ছবি।

বুধবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে শার্শা উপজেলার নাভারন রেল বাজার এলাকায়।

উপজেলা বাস্তহারা লীগের সভাপতি আবুল হোসেন জানান, দুপুর ৩টার দিকে আওয়ামী লীগ কর্মী নাভারনের কাজিরবেড় গ্রামের আইয়ুব আলীর দুই ছেলে মিলন (২৮) ও সুমন (২৬) বাস্তহারা লীগ অফিসে এসে ডালিম নামের এক কর্মীর কাছে ১২ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের কাছে থাকা লাঠি ও হকিস্ট্রিক দিয়ে এলোপাথাড়ি মারপিট করতে থাকে। এসময় তাদের হাতে আহত হয় বাস্তহারা লীগের কর্মী ডালিম, জাহাঙ্গীর, শাওন, রমজান, তরিকুল ও সভাপতির স্ত্রী সখিনা খাতুন।

এক পর্যায়ে তারা অফিসে থাকা টেবিল, চেয়ার, বেঞ্চ, টেলিভিশন ও অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি ভাঙচুর করে চলে যায়। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের আটকে অভিযান চলছে।

জামাল হোসেন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।