ক্ষমা চেয়ে পুনর্বহাল হলেন সিমন্স


প্রকাশিত: ০৯:১৫ এএম, ১১ নভেম্বর ২০১৫

ক্ষমা চাওয়ায় ফিল সিমন্সকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে পুনর্বহাল করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। চলমান শ্রীলংকা সফরের জন্য ঘোষিত ওয়ানডে দল নির্বাচনের সমালোচনা করায় সিমন্সকে বরখাস্ত করেছিল ডব্লিউআইসিবি।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, তাকে সতর্ক করে দেবার পরে প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় সিমন্সকে পুনর্বহাল করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দলের পরবর্তী এসাইনমেন্ট অস্ট্রেলিয়া সফরেই পুনরায় কোচ হিসেবে ফিরছেন সিমন্স।

মুলত অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো এবং কাইরন পোলার্ডকে ওয়ানডে দলে না রাখায় নির্বাচকদের সমালোচনা করেছিলেন সিমন্স। এরপর শ্রীলংকা সফরে দলটির অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয় নির্বাচক কমিটির সদস্য এলডিন ব্যাপ্টিস্টকে। শ্রীলংকা সফরে এ পর্যন্ত টেস্ট, ওয়ানডে এবং প্রথম টি-২০-সহ সকল ম্যাচেই পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

তিন টেস্টের সিরিজ খেলতে আগামী মাসে অস্ট্রেলিয়া সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডব্লিউআইসিবি।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।