লক্ষ্মীপুরে লেগুনাচাপায় শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৯ নভেম্বর ২০১৫

লক্ষ্মীপুরের কমলনগরে লেগুনাচাপায় ফাহামিদা আক্তার রুপা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের হাজিরহাট উপকূল কলেজের সামনে রুপা আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এক ঘণ্টা ওই রুটে লেগুনা চলাবল বন্ধ করে দেন স্থানীয়রা। রুপা উপজেলার মাতাব্বরহাট এলাকার ফলকন গ্রামের সিএনজি আটোরিকশা চালক ফিরোজ আলমের মেয়ে। তার পরিবার উপকূল কলেজ সংলগ্ন মিয়া বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মকতব থেকে আরবী পড়ে বাড়ি ফিরছিলো রুপা। পথে কলেজের সমানে পৌঁছলে একটি দ্রুতগামী লেগুনা তাকে চাপা দেয়। এলাকার লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশু রুপার মৃত্যু হয়।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। তবে লেগুনা চালককে আটক করা সম্ভব হয়নি।

কাজল কায়েস/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।