টেকসই উন্নয়নে সমবায়ের বিকল্প নেই : রাঙ্গা


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৭ নভেম্বর ২০১৫

এলজিআরডি ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, টেকসই উন্নয়নে সমবায়ের বিকল্প নেই। সমবায় নিয়ে এখন অনেক কিছু করার আছে।

শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গুলশানে একটি মহিলা সমিতি আছে। তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমবায়ের জন্য তারা উদাহরণ। সমবায়কে আরও কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে।

বক্তব্য শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১৩’ তুলে দেন তিনি।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সকাল ১০টায় শুরু হয় ৪৪তম জাতীয় সমবায় দিবস-২০১৫ এর অনুষ্ঠান। দিবসটির আলোচ্য বিষয় হচ্ছে ‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন।’

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মো. মফিজুল ইসলাম।

অনুষ্ঠান শুরুর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মানিক মিয়া অ্যাভিনিউ চত্বর হতে শুরু হয়ে তা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়।

এএসএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।