শচীনের দলে লারা-শোয়েব
যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘ক্রিকেট অল স্টার সিরিজ’। আর এই সিরিজে শচীনের নেতৃত্বে একই দলে খেলবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আক্তার। এ দলে আরও আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারাও।
টেন্ডুলকারের দলে তার জাতীয় দলের প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষণ, সৌরভ গাঙ্গুলী ও বীরেন্দ্র শেবাগকে পান। প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা, ওয়েস্ট ইন্ডিজের গতিদানব কার্টলি অ্যামব্রোস, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার শন পোলক ও শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন এরা সবাই শচীনের দলেই রয়েছেন।
বৃহস্পতিবারের ড্র ভাগ্যে শচীন যেমন তার প্রাক্তন ভারতীয় সতীর্থদের পেয়েছেন, শেন ওয়ার্নও তার ‘ওয়ার্ন ওয়ারিয়র্সে’ ম্যাথু হেডেন, রিকি পন্টিং ও অ্যান্ড্রু সাইমন্ডসকে পেয়েছেন। ওয়ার্ন তার পেস বোলিং অ্যাটাকে পেয়েছেন কোর্টনি ওয়ালশ, সাদা বিদ্যুৎ খ্যাত অ্যালান ডোনাল্ড ও ওয়াসিম আকরামকে।
এমআর
অল স্টার সিরিজের প্রথম ম্যাচে আগামী শনিবার (৭ নভেম্বর) নিউ ইয়র্কের সিটি ফিল্ড মাঠে শচীন ব্লাস্টার্স ও ওয়ার্ন ওয়ারিয়র্স মুখোমুখি হবে। এরপর ১১ তারিখে হাস্টনে এবং ১৪ তারিখে লস অ্যাঞ্জেলসে মুখোমুখি হবে দুই দল।
এমআর/পিআর