দাবি না মানলে পদত্যাগের ঘোষণা প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির
প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির নেতারা ঘোষণা দিয়েছেন, ৮ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে পদত্যাগ করবেন তারা।একই সঙ্গে তারা ইউএনওর ক্ষমতা বাড়ানো পরিপত্রকে সংবিধান পরিপন্থি বলে দাবি করেছেন। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি গিয়াসউদ্দিন মিলকি মিলনায়তনে প্রতিবাদ সমাবেশে এ হুমকি দেন কমিটির নেতারা।
দাবিগুলো হচ্ছে-পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, ইউএনও’র ক্ষমতা কমিয়ে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতায়ন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সব ধরনের প্রেষণ বাতিল এবং সব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগের দাবি জানানো হয়েছে।এসব দাবির প্রতিবাদে সমাবেশ করে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।
সমাবেশে বক্তব্য দেন, কৃষিবিদ ইনস্টিটিউশনের সহসভাপতি মোবারক আলী, আতাউর রহমান ও রাব্বানি খান প্রমুখ।
এএসএস/জেডএইচ/আরআইপি