ঢাকা কমার্স কলেজের রজত জয়ন্তী শনিবার


প্রকাশিত: ১১:০৬ এএম, ০৫ নভেম্বর ২০১৫

ঢাকা কমার্স কলেজের রজত জয়ন্তী আগামী শনিবার। ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বণ্যার্ঢ র্যা লি বের করা হবে। এরপর সকাল ১১টায় কলেজ মাঠে রজত জয়ন্তী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন কলেজের অধ্যক্ষ আবু সাইদ।

কলেজ সূত্র জানায়, রাজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. আসলামুল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক। র্যা লি উদ্বোধন করবেন কামাল আহমেদ মজুমদার এমপি।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা কমার্স কলেজ। প্রতিষ্ঠার পর থেকেই এটি দেশের ব্যবসায় শিক্ষায় বিশেষায়িত কলেজে পরিণত হয়। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে প্রতিবছরই কলেজটি ঢাকা বোর্ডের শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিচ্ছে। রাজধানীর মিরপুরে অবস্থিত এ কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণি ছাড়াও ৭টি বিষয়ে অনার্স ও মাষ্টার্স কোর্স চালু রয়েছে।

এন এম/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।