টঙ্গীতে পোশাক কারখানার কর্মকর্তা খুন
গাজীপুরের টঙ্গীতে বুধবার রাতে নোমান শিল্প গোষ্ঠীর জাবের অ্যান্ড জোবায়ের পোশাক কারখানার এক কর্মকর্তাকে ছুরিকাঘাতে খুন করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম সাইফুল ইসলাম (৪০)। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ বিপ্লব (২৮) নামের এক যুবককে আটক করেছে।
টঙ্গী থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, বুধবার রাত ৮টার দিকে কারখানা ছুটি শেষে সাইফুল ইসলাম স্থানীয় পাগাড় ঝিনু মার্কেট সংলগ্ন নিজের ভাড়া বাসায় ফিরছিলেন। পথে ওঁতপেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তাকে অতর্কিত উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত সাইফুল ইসলাম জাবের অ্যান্ড জোবায়ের পোশাক কারখানার সহকারী উৎপাদন ব্যবস্থাপক এবং তিনি ঝিনু মার্কেট এলাকার জনৈক লিটনের বাড়িতে ভাড়া থাকতেন।
কারখানা সূত্র জানায়, গত তিন দিন আগে সাইফুলের সুপারিশের প্রেক্ষিতে কয়েকজন শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ চাকুরিচ্যুত করে। এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে বিপ্লব তার সহযোগীদের নিয়ে বুধবার রাতে সাইফুলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাতেই গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আমিনুল ইসলাম/বিএ