জামালপুরে ৫শ’ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ হবে


প্রকাশিত: ০৮:৩২ এএম, ৩১ অক্টোবর ২০১৫

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, খুব শিগগিরই জামালপুরে ৫শ’ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার ইতোমধ্যেই ৬ হাজার নতুন ডাক্তার নিয়োগ দেয়াসহ নতুন করে আরো ১০ হাজার নার্স নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন ও জামালপুর মেডিকেল কলেজের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ সকল কথা বলেন।

জামালপুরের সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম রতনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা এমপি, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এম এ ওয়াকিল, জেলা আ. লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।

শুভ্র মেহেদী/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।