বিদেশি হত্যা খালেদার লন্ডন ষড়যন্ত্র
দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে খালেদা জিয়ার লন্ডন সফরের ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রক্তপিপাসু ডাইনি বলেও আখ্যা দেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, যুদ্ধাপরাধের বিচার বন্ধ করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন খালেদা জিয়া। গত ৫ জানুয়ারির পর ৯২ দিন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেড় শতাধিক মানুষ হত্যা করেছেন তিনি। খালেদা জিয়ার এতো মানুষ হত্যা করেও রক্ত পিপাসা মেটেনি। তিনি রক্তপিপাসু ডাইনির মতো হয়ে গেছেন।
এ সময় টিআইবির প্রতিবেদনের সমালোচনা করে প্রতিবেদনটিকে উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেন মাহবুব-উল আলম হানিফ।
দুই বিদেশি নাগরিক হত্যার ব্যাপারে আওয়ামী লীগর এই নেতা আরও বলেন, সরকারকে ব্যর্থ করার জন্যই দুই বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। বাংলাদেশে কোনো আইএস জঙ্গি নেই। এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত, যা ইতোমধ্যেই পরিষ্কার হচ্ছে।
জেলহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ২ নভেম্বর জনসভাকে সফল করার আহ্বান জানান তিনি।
সংগঠনটির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভায় সভাপতি মো. সামসুল আলম বকুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
এএসএস/আরএস