তুলা আমদানিতে উদ্যোক্তারা কোটা চান
হঠাৎ করে তুলা রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। এতে রফতানি আদেশ নিয়ে বিপাকে পড়েছে উদ্যোক্তারা। এ অবস্থা নিরসনে ভারত থেকে তুলা আমদানিতে নির্দিষ্ট কোটা চান বস্ত্র খাতের উদ্যোক্তারা।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশেনের (বিটিএমএ) নেতারা রোববার সফররত ভারতীয় কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) নেতাদের কাছে এসব দাবি তুলে ধরেন।
বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে বিদ্যমান অশুল্ক বাধা তুলে নিতে তাদের সরকারের ওপর চাপ সৃষ্টি করতেও সফরকারী ব্যবসায়ী নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। রাজধানীতে বিটিএমএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ১২ সদস্যের সিআইআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এস ক্যাথিরেশ। অন্যদিকে বিটিএমএর পক্ষে নেতৃত্ব দেন সহ-সভাপতি মো. ফজলুল হক। সংগঠনের অন্য পরিচালকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
জেডএইচ/পিআর