মাগুরায় পূর্ব শত্রুতার জেরে মৎস্যজীবী খুন


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২৫ অক্টোবর ২০১৫

মাগুরায় পূর্ব শত্রুতার জের ধরে সাইফার নামের এক মৎস্যজীবীকে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। নিহত সাইফার (৩৫) মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, শনিবার রাতে সাইফার মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রোববার সকালে খোঁজাখুঁজি করলে বাড়ির পার্শ্ববর্তী বরইল বিলের পাশে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মাগুরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জাগো নিউজকে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ওই গ্রামের লাবু খার ছেলে টিটোকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পরকীয়ার সূত্র ধরে টিটোর সঙ্গে সাইফারের দ্বন্দ্ব চলছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে।

এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

মো. আরাফাত হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।