আদিবাসী নারীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ


প্রকাশিত: ০৮:১৫ এএম, ২২ অক্টোবর ২০১৫

বান্দরবানের লামায় দুর্বৃত্তের হাতে আদিবাসী নারীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লামা প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লামা প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন লামা উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি সুইগ্যমং মার্মা। এসময় বক্তব্য রাখেন জেএসএস লামা উপজেলা শাখার সভাপতি অংগ্য মং মার্মা, সাধারণ সম্পাদক স্বপন কুমার আসাম, সহ-সম্পাদক
চংপাত, পিসিপির লামা শাখার সাধারণ সম্পাদক উথোয়াইছা মার্মা ও জেএসএস নারী নেত্রী উষাংপ্রু মার্মাসহ অনেকে।

এসময় বক্তারা আদিবাসী নারীর উপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বুধবার লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের টিয়ারঝিরি এলাকায় মো. সেলিম ও সাইফুল ইসলামসহ তার সহযোগীরা আদিবাসী নারী ম্যামাচিং মার্মাকে (৩০) মারধর করে জখম করেছেন বলে দাবি করেন আহতের স্বজনরা।
বর্তমানে আহত ম্যামাচিং মার্মা লামা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সৈকত দাশ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।