গোপালগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা


প্রকাশিত: ০৩:১১ পিএম, ২১ অক্টোবর ২০১৫

বৃহস্পতিবার থেকে গোপালগঞ্জে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে। এ উপলক্ষে জেলা শহরের মানিকদাহ হাউজিং এলাকায় মরা মধুমতি নদীর তীরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জ জেলাসহ আশপাশের জেলা থেকে মুসল্লিরা ইস্তেমাতে আসতে শুরু করেছেন।

ইস্তেমা আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফেজ ডা. মাহফুজুর রহমান জানিয়েছেন, আগামী বিশ্ব ইস্তেমায় এ জেলার মুসল্লিরা যেতে পারবেন না বিধায় তারা স্বতন্ত্রভাবে এ ইস্তেমার আয়োজন করেছেন। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে অর্ধলক্ষাধিক মুসল্লি অংশ নেবেন বলেও তিনি জানান।

এদিকে ইস্তেমা উপলক্ষে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। আইন শৃঙ্খলা রক্ষায় ২ শতাধিক পুলিশের পাশাপাশি দেড় শতাধিক স্বেচ্ছাসেবক থাকবেন। এখানে আগত মুসল্লিদের জন্য কম খরচে খাওয়াসহ যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।