বিমানে যাত্রীর কামড়ে অপর যাত্রীর মৃত্যু


প্রকাশিত: ০৯:০৭ এএম, ২০ অক্টোবর ২০১৫

পর্তুগালের লিসবন থেকে আয়ারল্যান্ডের ডাবলিনে বিমানে করে যাওয়ার সময় এক যাত্রীকে কামড় দেন অপর এক যাত্রী। পরে হামলাকারী ব্রাজিলের ওই যাত্রী মারা গেছেন। রোববার এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

বিমানটির যাত্রীরা জানান, লিসবন থেকে আয়ারল্যান্ডের ডাবলিন যাওয়ার পথে হামলাকারী ওই যুবক তার পাশে বসা অপর এক যাত্রীকে কামড় দেন। এ সময় বিমানের ক্রুরা তাকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু এর মাঝেই ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা। জ্ঞান হারিয়ে ফেলেন হামলাকারী ওই যুবক। বিমানে থাকা চিকিৎসক ও সেবিকা ওই যুবকের জ্ঞান ফেরাতে ব্যর্থ হন।

এরপর বিমানটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আইরিশ শহর কর্কে অবতরণ করে। পরে সেখানে ২৪ বছর বয়সী হামলাকারী ব্রাজিলীয় যুবককে মৃত ঘোষণা করা হয়। তবে ওই যুবক কীভাবে মারা গেছেন তা এখনো স্পষ্ট নয়।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।