বর্ণাঢ্য আয়োজনে জবির ১০ম প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন
গৌরব, ইতিহাস ও ঐতিহ্যকে বুকে ধরে একে একে ১০টি বছর পার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠাবাষিকী। এ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। নানা রঙের বাতি আর শিক্ষার্থীদের হৈ হুলোড় জানান দিচ্ছে ১১ বছরে পা দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করা হয়।
এরপর সকাল ১০টায় শহীদ মিনার চত্বর থেকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ব্যান্ড দল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সুসজ্জিত শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে রায় সাহেব বাজার মোড় ঘুরে, ভিক্টোরিয়া পার্ক হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন রঙ বেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া দুপুর ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় যাত্রাপালা এবং রাত সাড়ে ৭টায় কর্নসাটের আয়োজন করা হয়েছে। এতে গান পরিবেশন করবেন হৃদয় খান এবং পাওয়ার ভয়েসের রাজীব।
সুব্রত মণ্ডল/এসকেডি/পিআর