যমুনা টিভি ও যুগান্তরের বিরুদ্ধে গ্রামীণফোনের মামলা


প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৯ অক্টোবর ২০১৫

মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে দৈনিক যুগান্তর ও যমুনা টিভির বিরুদ্ধে এক হাজার করে দুই হাজার কোটি টাকার পৃথক দুটি মানহানি মামলা দায়ের করেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন। সোমবার কোম্পানিটির এক্সিকিউটিভ অফিসার একরামুর রহমান বাদী হয়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দুটি দায়ের করেন।  

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করছেন। আজ (সোমবার) দুপুরে মামলা দুটির গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

মামলায় যুগান্তরের বিবাদী করা হয়েছে- পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রকাশক সালমা ইসলাম, পরিচালক এস এম আব্দুল ওয়াদুদ, রিপোর্টার মুজিব মাসুদ, মনির হোসেন ও যমুনা প্রিন্টিং প্রেসকে।

অন্যদিকে যমুনা টিভির বিরুদ্ধে মামলাটিতে বিবাদী করা হয়েছে- যমুনা টিভির ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, চিফ নিউজ এডিটর ফাহিম আহমেদ, রিপোর্টার সীমা ভৌমিক ও মাসুদুজ্জামান রবিনকে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।